ঢাকা,  সোমবার
০৯ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ডিমলায় চেয়ারম্যান-সচিবের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

নীলফামারী, প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩২, ১৭ অক্টোবর ২০২৪

ডিমলায় চেয়ারম্যান-সচিবের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

ছবি : সংগৃহীত

নীলফামারী জেলার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন ও ইউপি সচিব মোবাশ্বের আলী এর “জন্ম নিবন্ধন কমিশনের টাকা আত্মসাৎ” “দরিদ্র মায়ের ভাতা’র তালিকায় চেয়ারম্যানের পরিবারের ৫ সদস্য” শিরোনামে সংবাদ প্রকাশের পরে উপজেলা একাডেমিক কর্মকর্তা আমির বোরহান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম ইসলামকে আহবায়ক করে তিন সদস্যের দুইটি কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

জন্ম নিবন্ধন কমিশনের টাকা আত্মসাতের ঘটনায় অপর আরেক তদন্তকারী সদস্য হলেন, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা নাজিমুল ইসলাম এবং “দরিদ্র মায়ের ভাতা’র তালিকায় চেয়ারম্যানের পরিবারের ৫ সদস্য” অনিয়মের বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ফিরোজুল আলমকে কমিটি গঠন করে ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দেয়া হয়।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারে ২ সদস্য বিশিষ্ট দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেয়া হয়েছে।

মেসেঞ্জার/সজিব