ছবি : মেসেঞ্জার
নানা আয়োজনের মধ্যে দিয়ে নোয়াখালীর সেনবাগে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সমানে থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।
পরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশীদ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাহেব উদ্দিন রাসেল, আলা উদ্দিন আলো ও আনোয়ার হোসেন, সময়ের বাতিঘর যুব সংঘের সভাপতি সামছুর রহমান সুজন, খাজুরিয়া মানব কল্যাণ সংগঠন বাহার উদ্দিন প্রমুখ্য।
পরে সফল যুব সংগঠন হিসেবে রেইনবো যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহরাব হোসেন সুমন, সফল যুব আত্নকর্মী হিসেবে সময়ের বাতিঘর যুব সংঘের সভাপতি সামছুর রহমান সুজনকে ক্রেষ্ট প্রদান করা হয়। যুব কর্মীদের মাঝে সনদ ও ঋনের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।
মেসেঞ্জার/জাহাঙ্গীর/তারেক