ঢাকা,  রোববার
০১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

হাজীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

চাঁদপুর প্রতিনিধি  

প্রকাশিত: ১৬:৫৩, ১ নভেম্বর ২০২৪

হাজীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

ছবি : মেসেঞ্জার

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) সকালে যুব দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা, ক্রেস্ট, সনদপত্র ও যাতায়াত ভাতা বিতরণ এবং স্বল্প মেয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পড়ালেখা শেষ করে আমরা চাকরি খুঁজতে গিয়ে অনেকেই ৫/৬ বছর কিংবা আরও বেশি সময় নস্ট করি। অথচ এই সময়ের মধ্যে আত্মকর্মী কিংবা উদ্দোক্তা হলে সাফল্য অর্জন করা সম্ভব।

তাই, প্রশিক্ষণ নিন, আত্মকর্মী কিংবা উদ্দোক্তা হন। আপনি ও আপনার পরিবারকে প্রতিষ্ঠিত করুন এবং কর্মসংস্থানের সৃষ্টি করে সমাজ, দেশ ও জাতী গঠণে এগিয়ে আসুন। এজন্য প্রয়োজনে নিজের ইচ্ছা শক্তি প্রয়োজন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল গণি, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহাদাত হোসেন সাকিব।

যুব উন্নয়ন কর্মকর্তা পদে পদোন্নতিপ্রাপ্ত এজিএম তাজুল ইসলাম পাটওয়ারীর উপস্থাপনায় উদ্যোক্তা ও আত্মকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ যুবসংঘের সভাপতি এনায়েত মজুমদার ও সমেশপুর যুব ক্রীড়া সংস্কৃতি ও বিজ্ঞান ক্লাবের সভাপতি মো. ইকবাল হোসেন, সদর ইউনিয়নের পোল্টি, মৎস্য ও গাভী পালনকারী আত্মকর্মী মো. রাশেদুজ্জামান ও গাভী পালনকারী আত্মকর্মী মাসুদ তালুকদার।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও আত্মকর্মীদর বক্তব্য শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকৃত ৯০জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও জনপ্রতি ৬০০ টাকা এবং সফল আত্মকর্মী, উদ্যোক্তা ও সংগঠকদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, আত্মকর্মী মো. কাউসার আহমেদ ও গীতা থেকে পাঠ করেন জয়া রানী সাহা।

উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে বিএডিসির সহকারী প্রকৌশলী মামুনুর রশিদসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সফল আত্মকর্মী, উদ্যোক্তা ও সংগঠনের নেতৃবৃন্দ এবং যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/আজাদ/তারেক