ঢাকা,  রোববার
০১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

দেশ সংস্কার করে দ্রুত নির্বাচন দিন : ব্যারিষ্টার খোকন

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:১৬, ১ নভেম্বর ২০২৪

দেশ সংস্কার করে দ্রুত নির্বাচন দিন : ব্যারিষ্টার খোকন

ছবি : মেসেঞ্জার

অন্তর্বর্তীকালীন সরকারের দেশ সংস্কারে বিএনপির সমর্থন রয়েছে। পাশাপাশি দেশ সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন।

শুক্রবার (১ নভেম্বর) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে দেশি ও প্রবাসীদের অর্থায়নে বন্যার্ত ২হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এ সব কথা বলেন।

ব্যারিষ্টার খোকন দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, যারা দলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজি করবে তাদেরকে সেনাবাহিনী ও পুলিশের হাতে তুলে দেয়া হবে। যারা দলের দুঃস্বময়ে মাঠে ছিলো এবং হামলা-মামলার স্বীকার হয়েছে তারা সামনের সারিতে থাকবে। আর যারা দলের দুর্দিনে আওয়ামী লীগের সাথে লিয়াজো করেছেন তারা পিছনের সারিতে থাকবেন।

দুষ্কৃতিকারীরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ারুল হক কামাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সানি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ওমর শরীফ সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর মোহাম্মদ মিলন, পৌরসভা যুবদলের আহবায়ক তাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক সোহেল ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজিম উদ্দীন রনি, সদস্য সচিব নুর মোহাম্মদ সাদ্দাম সহ নেতৃবৃন্দ।

মেসেঞ্জার/ইয়াকুব/তারেক