ঢাকা,  মঙ্গলবার
১০ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হতে হবে: লায়ন হাকিম আলী

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ০১:৩৪, ৫ নভেম্বর ২০২৪

আপডেট: ০১:৩৯, ৫ নভেম্বর ২০২৪

সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হতে হবে: লায়ন হাকিম আলী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল (জেলা-৩১৫ বি-৪) রিজিয়ন চেয়ারপার্সন-১ এবং ডায়মন্ড সিমেন্টের উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. হাকিম আলী বলেছেন, অব্যবস্থাপনা আর সচেতন না হবার কারণে প্রতিনিয়ত সড়কপথ যেন মৃত্যুকূপে পরিণত হচ্ছে। প্রতিদিন সম্ভাবনাময় অনেক জীবন লাশ হয়ে যাচ্ছে চোখের সামনে।

সোমবার (৪ নভেম্বর)হাটহাজারী উপজেলার কাটিরহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সহযোগিতায় নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটি আয়োজিত “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” শীর্ষক শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

লায়ন মো. হাকিম আলী বলেন, বিশেষ করে অদক্ষ চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং ফিটনেসবিহীন গাড়ি চলাচল এর অন্যতম কারণ। পাশাপাশি দায় রয়েছে কিছু পথচারীর ঝুঁকিপূর্ণভাবে সড়ক পারাপার। তাই অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হতে হবে। সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। তাতে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব হবে।

কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষার্থী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের সেলস্ ও মার্কেটিং বিভাগের জিএম আব্দুর রহিম। স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব।

কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষার্থী সমাবেশে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম উত্তর জেলা কমিটির আহবায়ক জয় দাশ গুপ্ত, ডায়মন্ড সিমেন্টের এজিএম মো. কামরুজ্জামান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এসএম জুলফিকার, সিনিয়র শিক্ষক অছি উদ্দিন, এইচ এম মহিউদ্দিন, জোহা সরকার, শহিদুল্লাহ হেলাল, নুরুল ইসলাম, আবু মহসিন, বিপ্লা সেন, রিক্তা মজুমদার, শাহীন আরা বেগম, দিলরুবা আকতার।

মেসেঞ্জার/এসকে/ইএইচএম