ঢাকা,  বুধবার
১১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

হাটহাজারীতে কৃষকলীগের নেতা গ্রেফতার

হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১৯:৫০, ৫ নভেম্বর ২০২৪

আপডেট: ১৯:৫১, ৫ নভেম্বর ২০২৪

হাটহাজারীতে কৃষকলীগের নেতা গ্রেফতার

হাটহাজারী মির্জাপুর ইউয়নিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ। হাটহাজারীর পৌর এলাকা থেকে সোমবার তাকে গ্রেফতার করা হয়। 

চার ও পাঁচ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ কয়েকটি অভিযোগে দুটি মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে জানান হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান। 

গ্রেফতার মো. আব্দুস সালাম হাটহাজারী উপজেলার মির্জাপুর জয়নুল উলুম আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক। তার বিরুদ্ধে ৩ সেপ্টেম্বর মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী দল ক্ষমতায় থাকাকালে দলের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে মারধার, জোরপূর্বক জায়গাজমি দখল, মিথ্যা মামলা, হামলা, পাঠদানে অনিয়মিত, দুর্নীতিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে পদত্যাগ ও শাস্তির দাবিতে মাদ্রাসা ও উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন।  

আব্দুস সালামকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি হাবিবুর রহমান।

মেসেঞ্জার/সুমন/এসকে/ইএইচএম