ঢাকা,  বুধবার
১১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

তাবলীগ জামাতে নদীতে ডুবে ইন্দোনেশীয় নাগরিকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৬, ৬ নভেম্বর ২০২৪

তাবলীগ জামাতে নদীতে ডুবে ইন্দোনেশীয় নাগরিকের মৃত্যু

ছবি: মেসেঞ্জার

দিনাজপুরের ঘোড়াঘাটের করতোয়া নদীতে গোসল করতে নেমে ফাইজির রহমান (৪৮) নামে এক ইন্দোনেশীয় নাগরিকের মৃত্যু হয়েছে। 

বুধবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার করতোয়া নদীর কুলানন্দপুরঘাটের অদূর থেকে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরির দল তার মরদেহ উদ্ধার করে। এর আগে সকাল সাড়ে ৮টায় একই ঘাটে গোসল করতে নেমে নিখোজ হন তিনি। 

নিহত ইন্দোনেশীয় নাগরিক ফাইজির রহমান তাবলীগ জামায়াতের সাথে এসেছিলেন। তাবলীগের কয়েকজন মুসল্লি কুলানন্দপুর গ্রামের উত্তরপাড়া জামে মসজিদে অবস্থান করছেন। 

স্থানীয়রা জানান, সকালে তাবলীগের ৩-৪ জন মুসল্লি নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে হঠাৎ বিদেশী নাগরিক ফাইজির নিখোঁজ হয়ে যায়। গোসল করতে নামা অন্য মুসল্লিরা স্থানীয়দের মাধ্যমে থানা এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে বাহিনী দুটির সদস্যরা ঘটনাস্থলে আসেন। ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা প্রাথমিক ভাবে নদীতে উদ্ধার অভিযান চালালেও, নিখোঁজ বিদেশী নাগরিকের সন্ধান পাওয়া যায়নি। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে। 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, যেহেতু নিখোঁজ ব্যক্তি বিদেশী নাগরিক। আমরা আমাদের উর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। 

মেসেঞ্জার/কুরবান/ফামিমা