ঢাকা,  রোববার
০১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

রাইখালীতে দুর্গম হাফছড়ির বাসিন্দা পাইসাউ মারমার পাশে সেনাবাহিনী

কাপ্তাই প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫২, ৬ নভেম্বর ২০২৪

রাইখালীতে দুর্গম হাফছড়ির বাসিন্দা পাইসাউ মারমার পাশে সেনাবাহিনী

ছবি : মেসেঞ্জার

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন এর দুর্গম হাফছড়ি মুখপাড়ায় বাসিন্দা পাইসাউ মারমাকে ঘর নির্মানের জন্য ২বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়েছে।মঙ্গলবার (৫ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই সেনা জোন এর রাইখালী সেনা ক্যাম্প কর্তৃক এই সহায়তা প্রদান করা হয়।

প্রসঙ্গত, চলতি বছরের (২৮ অক্টোবর) সন্ধ্যায় হাফছড়ি মুখ পাড়া এলাকার বসবাসকারী পাইসাউ মার্মার বসত ঘরটি আগুনে সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘর পুড়ে যাওয়া হত-দরিদ্র পাউসাউ মারমা এর অসহায়ত্বের খবর জানতে পেরে, কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল নুর উল্লাহ জুয়েল, পিএসসি এর দিক নির্দেশনায় ঘরটি পূর্ণ নির্মাণের জন্য জোনের পক্ষ হতে এই সহায়তা করা হয়েছে বলে জানা যায়।

মেসেঞ্জার/রিপন/তারেক