ঢাকা,  বুধবার
১১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বগুড়ায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ১৬:১৯, ৮ নভেম্বর ২০২৪

বগুড়ায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম চৌধুরী লিটনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও নাশকতার তিনটি মামলায় রয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার মোকামতলা বন্দর এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শিবগঞ্জ থানার এসআই মো. আইনুল হক জানান, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ককটেল বিস্ফোরণ মারপিট ও হত্যার অভিযোগে মোমিনুল ইসলাম চৌধুরী লিটনের বিরুদ্ধে তিনটি মামলা হয়। মোকামতলা বন্দর এলাকায় ঘোরাফিরা করার সময় সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হান্নান বলেন, লিটন চৌধুরিকে তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সকালে আদালতে পাঠানো হবে। তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

মেসেঞ্জার/আলমগীর/তারেক