ঢাকা,  মঙ্গলবার
১০ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ধারালো অস্ত্রের আঘাতে মুন্সিগঞ্জে এক কুয়েত প্রবাসী নিহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৯, ৮ নভেম্বর ২০২৪

ধারালো অস্ত্রের আঘাতে মুন্সিগঞ্জে এক কুয়েত প্রবাসী নিহত

ছবি : মেসেঞ্জার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রায় ১১ বছর পর দেশে ফিরে আসা এক কুয়েত প্রবাসীকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছোট ভাই অভিযুক্ত হারুন মিয়াকে (৩৫) আটক করে পুলিশ।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, চরপানিয়া গ্রামের দুলু মিয়ার বড় ছেলে নিহত হাসান মিয়া দীর্ঘ ১১ বছর ধরে কুয়েতে থাকেন। সে সুযোগে ছোট ভাই হারুনের সাথে বড় ভাইয়ের স্ত্রী হাসিনা বেগমের সাথে পরকীয়া চলছিল বেশ কয়েক বছর ধরে।

ভাবীর সাথে দেবরের পরকীয়া প্রেমের ঘটনাটি এলাকায় জানাজানি হলে, খবর পেয়ে (৩ নভেম্বর) কুয়েত থেকে দেশে ফিরেন হাসান মিয়া। এরপর পরকীয়া প্রেমের জেরে, কুয়েত প্রবাসী আপন বড় ভাই হাসান মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তারই আপন ছোট ভাই হারুন।

নিহতের পরিবারের স্বজনদের অভিযোগ, পরকীয়া সম্পর্কের জেরে তাদের নিজ বাড়ীতে আজ জুম্মার নামাজের পরে একটি সালিশি বৈঠক বসার কথা থাকলেও। এর আগেই ছোট ভাই ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে বড় ভাই হাসানকে হত্যা করে। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় নিহতের ছোট ভাই হারুনকে স্থানীয়দের সহযোগীতায় আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। ভাবীর সাথে দেবরের প্রেম ঘটিত বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মেসেঞ্জার/শুভ/তারেক