ঢাকা,  মঙ্গলবার
১০ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

দলের নাম ভাঙানো চাঁদাবাজদের তালিকা হচ্ছে: মোস্তাক আহমদ খান

বোয়ালখালী প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১০:৫৩, ৯ নভেম্বর ২০২৪

আপডেট: ১২:২২, ৯ নভেম্বর ২০২৪

দলের নাম ভাঙানো চাঁদাবাজদের তালিকা হচ্ছে: মোস্তাক আহমদ খান

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমদ খান বলেছেন, ৫ আগস্টের বিপ্লবের পরে কিছু বিএনপি নামধারী, যারা সতেরো বছরের মধ্যে একটি দিন মিটিং মিছিলে আসে নাই, তারা বিএনপির নাম দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, জায়গা দখল, মিথ্যা মামলা চালিয়ে যাচ্ছে। আমি তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আপনাদের সবার নামের তালিকা করা হচ্ছে। দলের নাম ভাঙিয়ে কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব চলবে না। মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা চলবে না।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কালুরঘাট চত্বরে উপজেলা ও পৌরসভা বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও গণ সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোস্তাক আহমদ খান বলেন, আপনারা মনে করছেন বিএনপি ক্ষমতায় এসে গেছে। আমরা ক্ষমতার স্বাদ পেয়ে গেছি। আপনারা লুটপাট করলে কিছু আসবে যাবেনা। আমাদের নেতা তারেক রহমান এসব বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন। তিনি বারবার সতর্ক করে বলছেন এসব ব্যাপারে কোন ছাড় দেওয়া হবেনা। যারা এসব করছেন তাদের অনেকের নাম কেন্দ্রে চলে গেছে। আপনারা সঠিক সময়ে বার্তা পেয়ে যাবেন। বিএনপি চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজিতে বিশ্বাস করেনা।

বোয়ালখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুন্নবী চৌধুরীর সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. ইউছুপ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. শহীদুল্লাহ্ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্কাস খান, ফারুক সুজন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কামাল উদ্দীন, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ মোসলেম উদ্দীন, শাকপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী পেয়ার মোহাম্মদ, দক্ষিণ জেলা শ্রমিক দলের সহ-সভপতি নুরুল কবির, আমুচিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল মুনছুর, শাকপুরা ইউনিয়ন বিএনপির সহ-সভপতি হাজী আবদুল্লাহ্, সিনিয়র যুগ্ম সম্পাদক আজগর মেম্বার, জামাল উদ্দীন, ইদ্রিছ খান, সোলাইমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহমেদ শরীফ, মাহাবুব, দক্ষিণ জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকতারুল আলম ছোটন, সদস্য নজরুল ইসলাম বাবু, ইউনুছ চৌধুরী, মনজুর হোসেন, সভপতি আরাব খান, হাসি মিয়া, জানে আলম, কাজী কামাল, আবুল কালাম, দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য আলমগীর, উপজেলার যুগ্ম আহ্বায়ক ওসমান গনি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম রাসেল, মোর্শেদ আলম,পৌরসভা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ, পৌরসভা শ্রমিকদলের সাবেক আহ্বায়ক হারুন, সাবেক সদস্য সচিব সাইফুর রেজা, যুব নেতা জাহাঙ্গীর, নুর উদ্দীন, আব্বাস, কায়সার, বখতেয়ার, দিদার, জাফর, জুয়েল, নাজিম, হাসান, নেজাম, মিজান, মানিক, ছাত্রনেতা ফয়সাল, তুষার প্রমুখ।

 

মেসেঞ্জার/নাঈম/এসকে/ইএইচএম