ঢাকা,  মঙ্গলবার
১০ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বোয়ালখালীতে বিএনপির গণ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

বোয়ালখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৭, ১০ নভেম্বর ২০২৪

আপডেট: ১৯:৫০, ১০ নভেম্বর ২০২৪

বোয়ালখালীতে বিএনপির গণ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

ছবি: মেসেঞ্জার

চট্টগ্রামের বোয়ালখালীতে বিএনপির গণ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি'র নেতা কর্মীরা।

রোববার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার ফুলতল চত্বরে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করেন নেতা কর্মিরা।

এ কর্মসূচির নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.নুরুন্নবী চৌধুরী,  পৌর বিএনপির আহ্বায়ক মো.শহীদুল্লাহ চৌধুরী, পৌর বিএনপির সদস্য সচিব মো.ইউছুপ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কামাল উদ্দীন, পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোসলেম উদ্দীন, হাজী পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোজাম্মেল হক,নজরুল ইসলাম,মো. ইকবাল হোসেন,মো. হাছি মিয়া, সাইফুল রেজা,মো. শফি,মুফিজ,ওসমান,জানে আলম,হাছানসহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এসময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.নুরুন্নবী চৌধুরী বলেন,খুনি হাসিনা ভারতে বসে এখনো দেশ ধ্বংসের পায়তারা করছে। তার দলের নেতা কর্মিদের ফোন কলের মাধ্যমে উষ্কানিমূলক কথা বার্তা বলে দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আমরা রাজপথে আছি। দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আমরা কঠোর হস্তে তা প্রতিহত করবো। এবং ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের ধরে এনে আইনের মাধ্যমে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

মেসেঞ্জার/নাঈম/ফামিমা