ঢাকা,  বুধবার
১১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ময়মনসিংহে শহীদ সাগরের পরিবার ও আহতদের পাশে বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ ব্যুরো 

প্রকাশিত: ১৮:৪২, ১৩ নভেম্বর ২০২৪

ময়মনসিংহে শহীদ সাগরের পরিবার ও আহতদের পাশে বিভাগীয় কমিশনার

ছবি : মেসেঞ্জার

ময়মনসিংহের নবাগত বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ নগরীর আকুয়ায় বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রেদুয়ান হুসাইন সাগরের পরিবারের সাথে সাক্ষাৎ ও তার কবর যিয়ারত ও তাঁর রুহে মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত শিক্ষার্থীদের দেখতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজখবর নেন বিভাগীয় কমিশনার।

এসময় সঙ্গে ছিলেন নবাগত অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ইউছুফ আলী ও ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে শহীদ সাগরের বাবা আসাদুজ্জামান বিভাগীয় কমিশনারের কাছে তার একমাত্র ছেলে হারানোর বেদনা ব্যক্ত করেন। শহীদ রেদুয়ান হুসাইন সাগর ময়মনসিংহ ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের ৩য় বর্ষের ছাত্র ছিলেন। (১৯ জুলাই) ময়মনসিংহ মহিলা কলেজের সামনে আন্দোলনরত অবস্থায় ছাত্রলীগের গুলিতে শাহাদাতবরণ করেন।

মেসেঞ্জার/নজরুল/তারেক