ঢাকা,  মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

কর্ণফুলীতে ইউনিয়ন পরিষদ সেবা সপ্তাহ উদ্বোধন

কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২০:২৫, ৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২০:৩৯, ৯ ডিসেম্বর ২০২৪

কর্ণফুলীতে ইউনিয়ন পরিষদ সেবা সপ্তাহ উদ্বোধন

ছবি: মেসেঞ্জার

চট্টগ্রামের কর্ণফুলীতে ইউনিয়ন পরিষদ সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার বড় উঠান ইউনিয়ন পরিষদে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত।

এই সেবা সপ্তাহে ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স, চারিত্রিক সনদপত্র, ভূমিহীন সনদপত্র, ওয়ারিশান সনদপত্র, অবিবাহিত সনদপত্র, প্রত্যয়নপত্র, অস্বচ্ছল প্রত্যয়নপত্র, নাগরিক সনদপত্র, উত্তরাধিকার সনদপত্রসহ সকল ধরনের সেবা প্রদান করা হচ্ছে।

সেবা নিতে আসা গ্রহীতারা জানান, আগে একটি জন্মসনদ নিতে হয়রানি ও মাসকে মাস সময় লাগতো, আর এখন তিন দিনের মধ্যে সনদ হাতে পেয়ে অত্যন্ত খুশি বলে জানান তারা। ইউনিয়ন পরিষদ সেবা সপ্তাহ ৯ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কর্ণফুলী উপজেলার ডা. সোমা চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. মো. শাহাবুদ্দীন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা,বড়উঠান ইউনিয়নের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও কর্ণফুলী উপজেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/আকাশ/তুষার