ঢাকা,  মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

রোয়াংছড়িতে শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও উপকারভোগীদের সবজি বীজ বিতরণ

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৩, ১০ ডিসেম্বর ২০২৪

রোয়াংছড়িতে শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও উপকারভোগীদের সবজি বীজ বিতরণ

ছবি : মেসেঞ্জার

বান্দরবানের রোয়াংছড়ি এপি হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন ও ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ সংস্থার নিবন্ধিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ উপহার ও ইউপিজি উপকারভোগীদের মাঝে শীতকালীন সবজি বীজ বিতরণ অনুষ্ঠান হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) আয়োজিত সভায় প্রশান্ত ত্রিপুরার সঞ্চালনায় সভাপতিত্ব করেন হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের সেন্ট্রাল কো-অর্ডিনেটর মানব কল্যাণ চাকমা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. এহসানুল হক, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ প্রকাশ চাম্বুগং,  উপজেলা সমাজসেবা কর্মকর্তা থুইয়ইচিং মারমা, যুব উন্নয়ন কর্মকর্তা নুপ্রুচিং মারমা, ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।

এসময় প্রকল্পের অন্তর্ভুক্ত এরিয়ায় নিবন্ধিত ১২৩০ জন শিশুদের স্কুল ব্যাগ উপহার, ৩০জন প্রতিবন্ধী শিশুদের কম্বল এবং ৩৯৬জন ইউপিজির উপকারভোগীদের মাঝে শীতকালীন বীজ বিতরণ করা হয়েছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার উসাইম্যা মারমা, সুপারভাইজার উবাসাই মার্মা, অংশৈমং মারমা ও উপকারভোগীসহ প্রমুখ।

মেসেঞ্জার/হ্লাছোহ্রী/তুষার