ঢাকা,  মঙ্গলবার
০৭ মে ২০২৪

The Daily Messenger

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সন্ত্রাসীসহ বিপুল পরিমান অস্ত্র আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সন্ত্রাসীসহ বিপুল পরিমান অস্ত্র আটক

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং সরঞ্জাম

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সন্ত্রাসী আটকসহ বিপুল পরিমান অস্ত্র, গোলাবারুদ এবং আইইডি সরঞ্জামাদি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে সিন্দুকছড়ি সেনা জোন কর্তৃক বটতল, দক্ষিণ কাঞ্চননগর এলাকায় আজ শনিবার (২৫ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ০৫ জন সশস্ত্র সন্ত্রাসী আটক করা হয়।

এছাড়া অভিযানে ১ টি একে-৪৭ রাইফেল (০৭ রাউন্ড অ্যামোনিশন এবং ০১টি ম্যাগাজিন), ১টি এম-১ রাইফেল (২৪ রাউন্ড অ্যামোনিশন ভর্তি ম্যাগাজিন), ০১টি একে-২২ রাইফেল (আনুমানিক ২০০ রাউন্ড অ্যামোনিশন), ৪টি মর্টার, ১টি ৭.৬৫ মিঃমিঃ পিস্তল চায়না (০৩ রাউন্ড অ্যামোনিশন), ১টি এলজি লং ব্যারেল রাইফেল (৩৬টি এলজি কার্তুজসহ), ১টি এলজি শর্ট ব্যারেল রাইফেল বিপুল পরিমান আইইডি সরঞ্জামাদি এবং ব্যবহৃত ইউনিফরম উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটককৃত সশস্ত্র সন্ত্রাসী এবং উদ্ধারকৃত সরঞ্জামাদি প্রয়োজনীয় কার্যক্রম শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বর্তমানে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণাধীন রয়েছে। ভবিষ্যতেও এলাকার শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযান পরিচালনাকারী দল।

ডেইলি মেসেঞ্জার/এএম

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700