ঢাকা,  বুধবার
১৯ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

রায়পুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৯, ১৬ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৪৫, ১৬ জানুয়ারি ২০২৫

রায়পুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় সেনাবাহিনী অভিযান চালিয়ে মরণ নেশা ইয়াবাসহ আয়েশা আক্তার (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশে দিয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে পৌর শহরের ৩নং ওয়ার্ডের আব্দুর রহমান হাজী বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আয়শা একই এলাকার মাদক সম্রাট মনিনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ওই নারীর বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তার বাড়িতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তার স্বামী মাদকসম্রাট মমিন পালিয়ে যায়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃত নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। এ ব্যাপারে রায়পুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছে।

মেসেঞ্জার/সুমন/তুষার