ঢাকা,  মঙ্গলবার
১৮ মার্চ ২০২৫

The Daily Messenger

রাজশাহী কলেজের শিক্ষার্থী নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২০:২১, ৯ ফেব্রুয়ারি ২০২৫

রাজশাহী কলেজের শিক্ষার্থী নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ

ক্যাপশন : রবিবার দুপুরে রাজশাহী কলেজের এই শিক্ষার্থী নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়    - টিডিএম।

রাজশাহী কলেজের শিক্ষার্থী ও নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগের কর্মীকে আটক করে মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। ভুক্তভোগী আতিকুর রহমান রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার আব্দুল খালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মুসলিম ছাত্রাবাসের সামনের একটি চায়ের দোকানে বসে ছিলেন আতিকুর রহমান। কিছু শিক্ষার্থী তাকে সেখান থেকে মুসলিম ছাত্রাবাসে ধরে নিয়ে মারধরের পর বেঁধে রাখা হয়। মোবাইল ফোনে তাকে ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে যুক্ত দেখা যায়। এসময় তাকে আবারও মারধর করা হয় এবং পুলিশে তুলে দেওয়া হয়।

নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ জানান, শিক্ষার্থীরা নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আতিকুরকে আটক করে মারধরের পর পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মেসেঞ্জার/আনিসুজ্জামান/তুষার