ঢাকা,  মঙ্গলবার
১৮ মার্চ ২০২৫

The Daily Messenger

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান : গুলিসহ তিনজন গ্রেপ্তার 

শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার)

প্রকাশিত: ১৬:২২, ১১ ফেব্রুয়ারি ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান : গুলিসহ তিনজন গ্রেপ্তার 

ছবি : মেসেঞ্জার

কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৬ রাউন্ড গুলিসহ তিন মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন।

রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত দেড়টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবুনিযা গ্রামের জাহেদ আলমের ছেলে আজিজুল হক (৩৩), একই গ্রামের মো. সেলির এর ছেলে মাসুদ হোসেন (১৯) ও বশির আহমদের ছেলে শহিদুল ইসলাম (২৫)।

জানা যায়, রোববার রাতে তিন যুবক মোটরসাইকেলযোগে উখিয়ার মোছারখোলা চেকপোস্ট অতিক্রম করার সময় এপিবিএন পুলিশ থামান। এসময় সন্দেহজনক হলে আজিজুল হক এর দেহ তল্লাশি করে তার পরিহিত হুডের জ্যাকেটের ডান পকেট হতে স্বচ্ছ পলিথিনে মোড়ানো ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

মেসেঞ্জার/তুষার