
ছবি : সংগৃহীত
বগুড়ার কাহালুতে বাড়ির বিদ্যুতের বিল দেয়া না দেয়াকে কেন্দ্র করে কথাকাটির এক পর্যায়ে দেবরের ছুরিকাঘাতে ভাবি রুপালী বেগম (৩৮) নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯ টার দিকে কাহালু পৌর এলাকার পাল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুপালী ওই এলাকার পলাশ মিয়ার স্ত্রী। এ ঘটনায় মুলহোতা দেবর মোজাম্মেল হক (৩৩) কে পুলিশ গ্রেপ্তার করেছে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হান্নান সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রামবাসী ও থানা সূত্রে জানা গেছে, পাল্লাপাড়া গ্রামের রাশেদ আলীর ছেলে মোজাম্মেল হক বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে তার বৈমাত্রীয় ভাই পলাশের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে মারপিটে লিপ্ত হলে তার ভাবি রুপালী বেগম এগিয়ে এলে দেবর মোজাম্মেল হক ধারালো ছুরি দিয়ে ভাবি রুপালী বেগমকে আঘাত করে। মুমূর্ষু অবস্থায় রুপালী বেগমকে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টায় রুপালী বেগম মারা যান।
এ ঘটনায় ঘটনায় তার স্বামী পলাশ মিয়া (৪২) আহত হলে তাকে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে।
কাহালু থানার ওসি মো. আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে এখনো মামলা হয়নি। মামলা দায়ের হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মেসেঞ্জার/আলমগীর/তুষার