
ছবি : মেসেঞ্জার
ইসলামী আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
বুধবার (১৯মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখা আয়োজনে বিশিষ্ট আলেম ও সূধীজনের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলের তিনি একথা বলেন।
আনোয়ারুল আলম চৌধুরীর আরও বলেন, আমরা সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই। যে সমাজে কোন বেহায়াপনা থাকবে না, যে সমাজে কোন সন্ত্রাস থাকবে না, কোন হানাহানি থাকবে না। যে সমাজে কোন বৈষম্য থাকবে না, সে ধরণের একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের সবাইকে রসুল্লাহ (সঃ) এর আদর্শে উজ্জীবিত হতে হবে।
আমাদেরকে সে সমাজ ব্যবস্থা কায়েমের জন্য ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। অরাজকতা দুনিয়াতে একটি জাহেলী সমাজ ব্যবস্থা বিরাজ করছে। এ থেকে পরিত্রাণের একমাত্র বিষয় ইসলামী সমাজ ব্যবস্থা যদি কায়েম করতে পারি তাহলে বাংলাদেশের আপামর জনগণ যে কারণে ১৬টি বছর ধরে দুঃশাসনের মধ্য বসবাস করেছিল, মানুষের কথা বলার বাক স্বাধীনতা ছিল না। আজকে সুন্দর সমাজ বির্নিমাণে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ এদেশের মুক্তিকামী জনতা একটি সুন্দর সমাজ বাস্তবায়নে ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে নতুন একটি পরিবেশ সৃষ্টি করেছে। সে পরিবেশে যদি আমরা একটি চূড়ান্ত সফলতা করতে চাই তাহলে আমাদেরকে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার মধ্যে কোরআনের রাজকায়েমের মধ্য দিয়ে এবং মোহাম্মদুর রসুল্লাহ (সঃ) আদর্শ বাস্তবায়নের জন্য কাঙ্খিত সুন্দর সমাজ বির্নিমাণ করা সম্ভব।
লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মাওলানা আসাদুল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল কালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার বায়তুল সম্পাদক অধ্যক্ষ আ.ন.ম নোমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মাস্টার আব্দুস সালাম, বটতলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. মাওলানা মাহমুদুল হক ওসমানী, আমিরাবাদ সুফিয়া আলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন, আধুনগর ইসলামী কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু মূসা মোহাম্মদ খালেদ জমির, চুনতী হাকেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফারুক হোসাইন, চুনতী হাকেমিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ শাইখুল হাদিস হাফেজ মাওলানা শাহ আলম।
এসময় বটতলী শহর জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক জালাল আহমেদ, বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজি মাওলানা নুরুল আলম চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরীসহ ইফতার মাহফিলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, আলেম উলামা, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, ব্যাংকারসহ পেশাজীবি নেতৃবৃন্দ, উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, উপজেলার ৯ ইউনিয়নের জামায়াতে ইসলামী আমীর, সেক্রেটারিবৃন্দসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন।
দোআ মোনাজাত পরিচালনা করেন লোহাগাড়া খালেকিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা অহিদ আহমদ।
মেসেঞ্জার/তুষার