ঢাকা,  রোববার
২৭ এপ্রিল ২০২৫

The Daily Messenger

বিএনপি’র বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে : ইদ্রিস মিয়া

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৬:২৫, ২০ মার্চ ২০২৫

বিএনপি’র বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে : ইদ্রিস মিয়া

ক্যাপশন : বুধবার (১৯ মার্চ) জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যােগে হল ওকে প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া -টিডিএম।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেছেন, বিদেশে বসে দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র বিএনপি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। বর্তমান অন্তবর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। নির্বাচন গড়িমসি এদেশের জনগণ মেনে নেবে না।

ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহবান জানিয়ে ইদ্রিস মিয়া বলেন, যারা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারা দেশ ও জাতির শত্রু হিসেবে চিহ্নিত হবে। তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৯ মার্চ) জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যােগে হল ওকে প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো  বলেন।

উপজেলা বিএনপি নেতা কলিম উল্লাহ্ চৌধুরীর সভাপতিত্বে ও দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র দায়িত্বশীল নেতা তসলিম উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ইফতার মাহফিলের প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমদ, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বদরুল খায়ের চৌধুরী।

চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল করিম নেছার, বিএনপি নেতা জাহাঙ্গীর কবির, জাহেদুল হক, জাহাঙ্গীর আলম চৌধুরী, জিল্লুর রহমান, আবুল কালাম, মনির আহমদ সেলিম, কুতুব উদ্দিন, আবু জাফর নাছির উদ্দীন, সাবেক কমিশনার মো. ইব্রাহিম, সাবেক কমিশনার আমির হোসেন, জসিম উদ্দিন, সোলাইমান বাদল, আজগর আকবরী, মোস্তাফা মোরশেদ মামুন, হাজী মফিজুর রহমান, পটিয়া পৌরসভা যুবদলের আহবায়ক আবছার উদ্দীন সোহেল, সাইফুদ্দিন মিঠু, জমির উদ্দিন মানিক, সোহেল সওদাগর, রহিম উল্লাহ, যুবদল নেতা খোকন, শওকত আলী, প্যানেল চেয়ারম্যান গাজী বখতিয়ার উদ্দিন বকুল, সাবেক শাহজাহান মেম্বার, মফিজ উদ্দিন, মামুন শফিকুল ইসলাম, নাজিম, জাবেদ প্রমূখ।

উপজেলা বিএনপি নেতা নুরুল আমিন মধু ও নাজমুল হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা, উপজেলা পৌরসভা, কেলিশহর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতা কর্মী সমর্থকসহ সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে বক্তারা বলেন, লুটপাট অনিয়ম দুর্নীতি যে বা যারাই করুক, দ্রত বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ নিতে হবে। পাশপাশি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে অন্তর্বতী সরকারকে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

মেসেঞ্জার/আকাশ/তুষার