
ফাইল ছবি
নওগাঁর মান্দায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মার্চ) সকালে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে- বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতের কোনো এক সময় সড়ক পারাপারের সময় অজ্ঞাত ব্যক্তিকে গাড়িচাপা দেওয়া হয়েছে। এতে ঘটনাস্থলে মারা গেছেন তিনি।
মান্দা থানার এসআই সুব্রত কুমার বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি। তবে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মান্দা থানার ওসি মেহেদি মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
টিডিএম/এএস