ঢাকা,  মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪

The Daily Messenger

আবারও পেছাল সগিরা মোর্শেদ হত্যা মামলার রায়

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১২:২৩, ২০ ফেব্রুয়ারি ২০২৪

আবারও পেছাল সগিরা মোর্শেদ হত্যা মামলার রায়

ছবি : সংগৃহীত

রাজধানীর সিদ্ধেশ্বরীতে চাঞ্চল্যকর সগিরা মোর্শেদ হত্যা মামলার রায় ঘোষণা আবার পিছিয়ে আগামী ১৩ মার্চ ধার্য করা হয়েছে। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালতের (বিশেষ দায়রা জজ) ভারপ্রাপ্ত বিচারক আক্তারুজ্জামান এই তারিখ ধার্য করেন।

ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান, রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল আজ। কিন্তু বিচারক ছুটিতে থাকায় রায় ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ২৫ জানুয়ারি আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত গত ৮ ফেব্রুয়ারি রায়ের তারিখ ধার্য করেন। ওই দিন রায় প্রস্তুত না হওয়ায় রায়ের তারিখ পিছিয়ে ২০ ফেব্রুয়ারি ধার্য করা হয়।

মামলার আসামিরা হলেন নিহত সগিরা মোর্শেদের ভাশুর ডা. হাসান আলী চৌধুরী, তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহীন, হাসান আলীর শ্যালক আনাস মাহমুদ ওরফে রেজওয়ান ও ভাড়াটে খুনি হিসেবে চিহ্নিত মারুফ রেজা এবং মন্টু নামের একজন। ডা. হাসান, তাঁর স্ত্রী ও মন্টু জামিনে আছেন। অন্য দুজন কারাগারে আছেন। 

বিচার চলাকালীন মামলায় মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। 

মেসেঞ্জার/ফারদিন