ঢাকা,  বুধবার
২৪ এপ্রিল ২০২৪

The Daily Messenger

আরও ২ মাস জেলে থাকতে হচ্ছে সেই সোনিয়া আক্তারকে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:২৬, ২৯ নভেম্বর ২০২২

আপডেট: ০৯:৪৯, ২৯ নভেম্বর ২০২২

আরও ২ মাস জেলে থাকতে হচ্ছে সেই সোনিয়া আক্তারকে

ফাইল ছবি।

রাজবাড়ী মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে (৩৫) হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে আপিলের শুনানি দুই মাসের জন্য মুলতবি করা হয়েছে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ সোমবার এ আদেশ দেন। এতে সোনিয়া আক্তারকে আরও দুই মাস কারাগারেই থাকতে হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গত ৪ অক্টোবর স্মৃতির বিরুদ্ধে মামলা করে পুলিশ। ওই দিনই তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর পর ৩১ অক্টোবর তাঁকে জামিন দেন হাইকোর্ট। পরে ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহম্মদ আলী ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ।

ডেইলি মেসেঞ্জার/এএইচএস

dwl
×
Nagad