
ছবি: সংগৃহীত
পিলখানা হত্যাকাণ্ডে যে-সকল দেশপ্রেমিক সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন, এটি কোন বিদ্রোহ ছিল না। বরং এটি একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ ছিল।
শনিবার (১৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডে নিহত সব সেনা ও সিভিলিয়ানদের হত্যার বিচারের দাবিতে তিনদফা দাবি জানান তারা।
বিডিআর বিদ্রোহে পিলখানায় নিহত হওয়া ৫৭ সেনা ও ১৭ জন সাধারণ নাগরিকের হত্যার বিচারের দাবি জানিয়ে তিন দফা দাবি পেশ করেছেন নিহতদের স্বজনরা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র ফজলে নূর তাপসসহ আরও অনেককে সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত উল্লেখ করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিবারের দাবি জানান তারা।
মেসেঞ্জার/ফামিমা