ঢাকা,  সোমবার
১১ নভেম্বর ২০২৪

The Daily Messenger

ছয় মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেনের জামিন

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:৪২, ৮ অক্টোবর ২০২৪

আপডেট: ১৭:৪৯, ৮ অক্টোবর ২০২৪

ছয় মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেনের জামিন

ছবি: সংগৃহীত

খিলগাঁও থানার চার ও পল্টন থানার দুই মামলায় জামিন পেয়েছেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এসব মামলায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে, রোববার (৬ অক্টোবর) বিকেলে ডিবির একটি টিম সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গতকাল সোমবার তাকে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলার শুনানির জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সেখানে তার ওপর পচা ডিম নিক্ষেপ করেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়া, আদালতে পুলিশের প্রটোকল ভেঙে তার ওপর হামলা করা হয়।

মেসেঞ্জার/ফামিমা