
ছবি : সৌজন্য
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি. নোয়াখালীর সোনাইমুড়ীতে বিশেষ সিএসআর ফান্ডেরআওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিপুল পরিমাণ সার বিতরণ করেছে। গতকাল রবিবার (০৩ মার্চ) নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে সোনাইমুড়ীর নাটেশ^র উচ্চ বিদ্যালয় মাঠে এই সার বিতরণ করেন। ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও চৌমূহনী শাখা প্রধান মাহবুব জামিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, নাটেশ^র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন খোকন, নাটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ছারওয়ার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা জহিরুল হক মামুন, সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্যাহ ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম।এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ কৃষকরা উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/মুমু