ঢাকা,  রোববার
১১ মে ২০২৫

The Daily Messenger

ইবিতে উচ্চ শব্দে গান-বাজনায় নিষেধাজ্ঞা, অমান্য করলে আইনানুগ ব্যবস্থা

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৬, ৮ ডিসেম্বর ২০২৩

ইবিতে উচ্চ শব্দে গান-বাজনায় নিষেধাজ্ঞা, অমান্য করলে আইনানুগ ব্যবস্থা

ছবি : মেসেঞ্জার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহে সন্ধ্যার পর উচ্চ শব্দে গান বাজনায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার ( ডিসেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল (শনিবার) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান তিনি।

এর আগে গত ডিসেম্বর আবাসিক হলসমূহে রাতে উচ্চ শব্দে গান বাজানো বন্ধের দাবিতে কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন প্রদান করেন শিক্ষার্থীরা। নিয়মিত গানবাজনা তথা উচ্চ শব্দে মাইক বাজানোর ফলে পড়াশোনায় ব্যাঘাত ঘটে বলে আবেদনে উল্লেখ করেন শিক্ষার্থীরা। একইসঙ্গে দ্রুতসম্ভব এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা।

পরে ডিসেম্বর জরুরি সভা করে কর্তৃপক্ষ। সভায় উপাচার্য অধ্যাপক . শেখ আবদুস সালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক . আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক . শাহাদৎ হোসেন আজাদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক . শেলীনা নাসরীন, টিএসসিসি পরিচালক অধ্যাপক . বাকী বিল্লাহ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানসহ আট হলের প্রভোস্টবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক . শাহাদৎ হোসেন আজাদ বলেন, উচ্চ শব্দে গান বাজনা বন্ধের বিষয়ে কতিপয় শিক্ষার্থী প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিলে পরের দিনই বিষয়ে জরুরি সভা হয়। সেখানে উচ্চ শব্দে গান বাজনা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এরপরেও যদি কেউ এটি অমান্য করে তাহলে কর্তৃপক্ষ আইননানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

মেসেঞ্জার/রিয়াদ/আপেল