ঢাকা,  বৃহস্পতিবার
১২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ০৯:০২, ১ মার্চ ২০২৪

ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। বছর বিজ্ঞান ইউনিটে হাজার ৮৫১টি আসনের বিপরীতে আবেদন করেছেন লাখ ২২ হাজার ৮২ জন শিক্ষার্থী। সে হিসেবে একটি আসনের জন্য ৬৬ জন শিক্ষার্থী লড়াই করবেন।

শুক্রবার (১ মার্চ) সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে ১২টা ৩০ মিনিটে পরীক্ষা সমাপ্ত হবে।

১০০ নম্বরের পরীক্ষায় সময় থাকবে ঘণ্টা ৩০ মিনিট। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট। ৪০ মার্কের লিখিত অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত তথ্য অনুযায়ী, বছর ঢাবির চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে ঢাবির ভর্তি পরীক্ষার জন্য এবার মোট আবেদন পড়েছে লাখ ৭৮ হাজার ৯৯৬টি। সে হিসেবে আসন প্রতি ভর্তি হতে চান ৪৭ জন। আইবিএ অনুষদসহ মোট লাখ ৮৫ হাজার ৮০৫ জন শিক্ষার্থী আবেদন করেছে।

মেসেঞ্জার/ফামিমা

আরো পড়ুন