ঢাকা,  সোমবার
০৬ মে ২০২৪

The Daily Messenger

গ্রীষ্মকালীন ছুটি পিছিয়ে ঈদুল আজহার সাথে সমন্বয়

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০০, ২৪ এপ্রিল ২০২৪

আপডেট: ১৮:০২, ২৪ এপ্রিল ২০২৪

গ্রীষ্মকালীন ছুটি পিছিয়ে ঈদুল আজহার সাথে সমন্বয়

ছবি : মেসেঞ্জার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি পিছিয়ে ঈদুল আযহার ছুটির সাথে সমন্বয় করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল)দুপুরে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়। জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গ্রীষ্মাবকাশ ৫ মে থেকে ৯ মে এবং ১৬ থেকে ২৪ জুন ঈদ-উল-আযহার ছুটি পূর্বনির্ধারিত ছিল।

কিন্তু চলমান তাপদাহের কারণে পানি সংকটের আশঙ্কা এবং শিক্ষার্থীদের নানাবিধ অসুবিধার কথা বিবেচনা করে ছুটিসমূহ পুনর্বিন্যাস করা হয়েছে।

পুনর্বিন্যাস্ত ছুটিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ ৯ থেকে ২৭ জুন পর্যন্ত এবং অফিসসমূহ ৯ থেকে ২৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে। ৩০ জুন থেকে ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।

এছাড়া (২১ এপ্রিল) এক জরুরী সভায় ২ মে ক্লাস বন্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো সেটি প্রত্যাহার করা হয়েছে। তবে সভায় বিভাগসমূহ প্রয়োজনবোধে ৬ জুন ২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে পারবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেসেঞ্জার/কাদির/তারেক

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700