
ছবি : মেসেঞ্জার
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আন্তঃহল (ছাত্র) ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ মে থেকে এই খেলা শুরু হবে।
শনিবার (২৫ মে) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক রাজিবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তথ্য মতে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য পাঁচটি আবাসিক হল রয়েছে। এই হলগুলোর মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৮ মে) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে লালন শাহ হল বনাম শহীদ জিয়াউর রহমান হলের খেলার মধ্য দিয়ে এই প্রতিযোগিতা শুরু হবে। পরদিন ২৯ মে সকাল সাড়ে নয়টায় শেখ রাসেল হল এবং সাদ্দাম হোসেন হলের মধ্যেকার খেলা অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট চলছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার জন্য নিয়মিত খেলাধুলা আয়োজনের বিকল্প নেই।
তারই ধারাবাহিকতায় আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচেতনা বৃদ্ধি এবং তাদের পারস্পরিক বন্ধন দৃঢ় হবে বলে মনে করছি।
মেসেঞ্জার/রিয়াদ/আপেল