ছবিঃ মেসেঞ্জার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সহ সাধারণ নিরপরাধ সাধারণ মানুষকে হত্যা ও নিপীড়নের প্রতিবাদে এবং বিচারের দাবিতে বেসরকারি নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা (এনইউবিটিকে) শিববাড়িস্থ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে মৌনমিছিল ও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। শনিবার (৩ আগস্ট) বেলা ১২ টাই ১২৪ জন শিক্ষক মৌনমিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।
চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য শোক প্রকাশ করে বলেন, সারাদেশে শিক্ষার্থী সহ নিরপরাধ সাধারণ মানুষে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে তার প্রতিবাদ ব্যক্ত করেন।
শিক্ষকরা আরো বলেন, খুলনা সহ সারাদেশে তদন্তের মাধ্যমে শিক্ষার্থীদের হত্যার বিচারের দাবির পাশাপাশি শিক্ষার্থীরা যেন আর কোন ধরনের হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান। সেই সঙ্গে চলমান আন্দোলনে হত্যাকারীদের বিচার চেয়ে শিক্ষকদের সঙ্গে পুলিশের অসাদাচরণের নিন্দা জানান।
মেসেঞ্জার/রাসেল/তারেক