ঢাকা,  মঙ্গলবার
১০ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

রুয়েটে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৬:১৮, ১৩ নভেম্বর ২০২৪

আপডেট: ১৬:১৯, ১৩ নভেম্বর ২০২৪

রুয়েটে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘স্বীকৃতির মূল্যায়ন দল পরিদর্শনের জন্য প্রস্তুতি শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রুয়েট কেন্দ্রীয় মিলনায়তনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আই.কিউ.এ.সি) এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে। এদিন সকালে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ও বক্তব্য দেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক।

আই. কিউ. এ. সি পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম এবং ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী।

কর্মশালা সঞ্চালনা করেন আই.কিউ.এ.সি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. শামিম আনোয়ার। সকাল থেকে বিকাল পর্যন্ত চলমান প্রশিক্ষণ কর্মশালায় রুয়েটের সকল শিক্ষক, শাখা ও দপ্তর প্রধানসহ ২৮৬ জন অংশ নেন।

বিকালে কেন্দ্রীয় মিলনায়তনে আই. কিউ. এ. সি পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক।

মেসেঞ্জার/আনিসুজ্জামান/তারেক