ঢাকা,  শনিবার
২০ এপ্রিল ২০২৪

The Daily Messenger

শিরোনাম:

* মালয়েশিয়ায় বাংলাদেশি পাচার : শ্রমিক সুরক্ষা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের * শ্যালক রুবেলকে প্রার্থিতা প্রত্যাহার করতে বললেন পলক * শনিবার ২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় * পাবনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি * ইরানে ইসরায়েলের হামলার খবরে বাড়ল তেল ও স্বর্ণের দাম * আইনজীবীসহ ৩ জামায়াত নেতা আটক * ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল * রাজশাহীতে ট্রাকচাপায় দুই বাইকের ৩ যুবক নিহত * তাপপ্রবাহ নিয়ে ৩ দিনের সতর্ক বার্তা আবহাওয়া অধিদপ্তরের * আশুলিয়ায় ফার্নিচার গোডাউনে বিস্ফোরণ, দগ্ধ ৩ * ঢাকাসহ ৬ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস * যুক্তরাষ্ট্রের ভেটোতে জাতিসংঘে আটকে গেল ফিলিস্তিনের সদস্যপদ * টেকনাফ সীমান্ত দিয়ে ১৩ মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপির অনুপ্রবেশ * ভারতের লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু আজ * কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করা উচিত : শেখ হাসিনা * ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল

বন্যার্তদের জন্য ৩০ লাখ টাকা দিলেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪০, ২০ জুন ২০২২

বন্যার্তদের জন্য ৩০ লাখ টাকা দিলেন অনন্ত জলিল

ফাইল ছবি।

ভয়াবহ বন্যায় সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্বিসহ দিন পার করছেন। প্রতিনিয়ত বন্যার পানির উচ্চতা বেড়েই যাচ্ছে। পরিস্থিতি এতোটাই প্রতিকূল যে, পর্যাপ্ত সহযোগিতা করতেও হিমশিম খাচ্ছে প্রশাসন।

রোববার (১৯ জুন) সিলেট ও সুনামগঞ্জের দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা দেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। এদিন ফেসবুক লাইভে এসে তিনি বলেন, ‘সিলেটের বন্যার ভয়াবহতার কারণে এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, ১০-১২টা গরু কোরবানি না দিয়ে শুধু একটি বা দুটি গরু কোরবানি দেবো। এই কোরবানির যত টাকা আছে তা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াব।’

নতুন খবর হলো আজ (২০ জুন) অনন্ত জানিয়েছেন, বন্যার্তদের জন্য ৩০ লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি। নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেতা। এ ছাড়া নিজের এ.জে.আই ও এ.বি গ্রুপের অফিস কর্মকর্তাদের পানিবন্দি মানুষকে উদ্ধারের জন্য রেসকিউ টিম গঠন করতে নির্দেশ দিয়েছেন তিনি।

অনন্ত তার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘১০ লাখ টাকার খাদ্যসামগ্রী আমরা আগেই পাঠিয়েছি। এখন আপনারা আরও ২০ লাখ টাকার একটা বাজেট তৈরি করেন। এরপর পরিস্থিতি অনুযায়ী আরও ব্যবস্থা নেব।’ 

এদিকে অনন্ত জলিল বর্তমানে ব্যস্ত আছেন তার নতুন সিনেমা ‘দিন দ্য ডে’র মুক্তি নিয়ে। আসন্ন কোরবানির ঈদেই দেশব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। এ উপলক্ষে রোববার (১৯ জুন) রাতে ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির ট্রেলার উন্মুক্ত করেন অনন্ত জলিল।

৩ মিনিট ১৭ সেকেন্ডের ট্রেলারটি দেখে দর্শকরা মুগ্ধতা প্রকাশ করছেন। নির্মাণশৈলি, ভিএফএক্স ও সম্পাদনায় ছক্কা হাঁকিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমা পরিচালনা করেছেন মুর্তজা অতাশ জমজম।

ডিএম/এমএইচ

dwl
×
Nagad