ঢাকা,  মঙ্গলবার
২৩ এপ্রিল ২০২৪

The Daily Messenger

আমিরের ‘লাল সিং চড্ডা’র প্রদর্শনী বন্ধ করলো বিক্ষোভকারীরা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯:১২, ১৩ আগস্ট ২০২২

আমিরের ‘লাল সিং চড্ডা’র প্রদর্শনী বন্ধ করলো বিক্ষোভকারীরা

ছবি : সংগৃহীত।

ভারতজুড়ে অসহিষ্ণুতা বাড়ছে’- এমন মন্তব্য করে রীতিমতো তোপের মুখে পড়েছেন বলিউড অভিনেতা আমির খান। এমনকি তার নতুন ছবি ‘লাল সিং চড্ডা’ বয়কটের আহ্বান জানিয়েছেন নেটিজেনদের অনেকে। দেশমাতৃকার প্রতি আমিরের ভালোবাসা নিয়েও উঠেছে প্রশ্ন।তবে আমির নিজে অবশ্য ছবিটি বয়কট না করার অনুরোধ জানিয়ে ভক্ত-দর্শক ও সমালোচকদের উদ্দেশে বলেছেন, তিনি দেশকে ভালোবাসেন না, এ ধারণা ভুল। ভক্তদের এমন ধারণা পাল্টে ফেলার অনুরোধও জানান মিস্টার পারফেকশনিস্ট।

কিন্তু মুক্তির ২৪ ঘণ্টা না পেরোতেই ‘লাল সিংহ চড্ডা’ নিয়ে বিতর্কের ঝড়। ভারতের পাঞ্জাব প্রদেশের জালন্ধরে আমিরের নতুন এ ছবির প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে।ভারতীয় সংবাদ সংস্থার খবর, একদল বিক্ষোভকারী সিনেমা হলের সামনে একজোট হয়ে প্রতিবাদ জানান। তাদের দাবি, আমিরের নতুন ছবিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।যদিও বিক্ষোভকারীদের বিপরীতে অন্য একটি দল আমিরকে সমর্থন দেন। শিখ সংগঠনের কিছু সদস্য ছবিটির সমর্থনে স্লোগান তোলেন।

তাদের দাবি, এই ছবিটি এক শিখ ব্যক্তির জীবনকে কেন্দ্র করে নির্মিত। সুতরাং হিন্দু সংগঠনগুলির ছবির প্রদর্শন বন্ধ করার অধিকার নেই।সংবাদ সংস্থার খবর, বৃহস্পতিবার দ্বারকার এক সিনেমাহলে ছবির প্রদর্শনী চলাকালীন একদল জনতা জোট করে হট্টগোল করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে আমিরের তরফে আসেনি কোনও প্রতিক্রিয়া।

সম্প্রতি আমির খানের পুরোনো একটি সাক্ষাৎকার নেট দুনিয়ায় ভাইরাল হয়। যেখানে ভারতের সার্বিক পরিস্থিতি নিয়ে ‘অসহিষ্ণুতার’ প্রসঙ্গ তোলেন আমির। এমনকি তিনি এ-ও বলেছিলেন, পরিবার নিয়ে ভারতে থাকতে তার ভয় হয়! সেই সাক্ষাৎকারের জেরেই ‘লাল সিং চাড্ডা’ বয়কটের ডাক দেন নেটিজেনরা।বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের কটাক্ষের শিকার হন এ অভিনেতা। কঙ্গনার দাবি, ছবিটির প্রচারের কৌশল হিসেবেই বিতর্ক উসকে দিয়েছেন আমির।

ডেইলি মেসেঞ্জার /এএইচএস

dwl
×
Nagad