ঢাকা,  সোমবার
০৭ জুলাই ২০২৫

The Daily Messenger

সিনেমার গান নিয়ে আসছেন শিল্পী মমতাজ রহমান লাবণী

জাকির হোসেন আজাদী

প্রকাশিত: ১৫:০৩, ১৬ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৫:৪৪, ১৬ সেপ্টেম্বর ২০২২

সিনেমার গান নিয়ে আসছেন শিল্পী মমতাজ রহমান লাবণী

কণ্ঠশিল্পী মমতাজ রহমান লাবণী

নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী মমতাজ রহমান লাবণী বেশ কয়েক বছর ধরে আমাদের সঙ্গীতাঙ্গনে আলো ছড়াচ্ছেন। তিনি টেলিভিশন ও স্টেজ শোতে অসাধারণ গান পরিবেশনের মাধ‍্যমে দর্শক শ্রোতাদের মনে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন। এবার তিনি নিয়ে আসছেন চলচ্চিত্রের একটি অসাধারণ গান। এই বিষয়ে শিল্পীর সঙ্গে কথা হয়।

তিনি বলেন, "সর্বশেষ আমি একটি সিনেমার গান করেছি। এটি হ্যাপি ওয়ার্ল্ড প্রযোজিত ও পরিচালিত  ছবি। ছবির নাম পরানের পরান। আর তিনটি মৌলিক গান করেছি যার মিউজিক ভিডিও কাজ শুরু হবে অচিরেই। "

কতগুলো গান করেছেন এই প্রশ্মে তিনি বলেন" এটা আমি কখনো হিসাব করিনি। প্রতিনিয়ত গান করছি এবং করে যাবো ইনশাল্লাহ। রেডিও, টেলিভিশন, ইউটিউব  ফিল্ম মিলে অনেক গানেই হবে।  তাছাড়া মৌলিক গান আমার অনেক আছে। তার মধ্যে ডুয়েট গান ও আছে বেশ কয়েকটি। "

গানের জগতে আসা প্রসঙ্গে বলেন, "ছোটবেলা থেকে গানের পরিবেশেই বেড়ে ওঠা। আমার মা খুব ভালো গান করতেন। আমার বোন শাহনাজ  রহমান স্বীকৃতি। তিনি দেশের প্রতিষ্ঠিত একজন কণ্ঠশিল্পী।

আপার অনুপ্রেরণাতেই আমার গানের জগতে আশা। ছোট থেকে অনেকের কাছেই গান শিখেছি। তবে মা ও বড় বোনের কাছে হাতে খড়ি। পরে হেলাল ভাই ও বাবলু ভাইয়ের কাছে শিখেছি। এখনো প্রতিনিয়ত  গান শিখছি। তবে এখন কোন কিছু ভুল হলে আমাকে স্বীকৃতি আপা গান শিখিয়ে দেন।"

সব শেষে বলেন, " সারাজীবন গান নিয়ে বাঁচতে চাই। জীবনের শেষ দিন পযর্ন্ত গান করতে চাই।  দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ বেশি বেশি বাংলা গান শুনুন, বাংলা গানের সাথে থাকুন ও বাংলা গানের ভান্ডারকে সমৃদ্ধ করুন।"
--

ডেইলি মেসেঞ্জার/এমএএস