
রুনা লায়লা : ছবি সংগৃহীত
১৩ বছর পর বাংলাদেশ বেতারের জন্য গান গালেইন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা। গানের শিরোনাম ‘ও বৃষ্টি তুমি’। লিখেছেন সুমন সরদার। সুর করেছেন সাদেক আলী। বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের জন্য গানটি গেয়েছেন রুনা লায়লা। গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের ট্রান্সক্রিপশন সার্ভিসের ড্রামা স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়।
ও বৃষ্টি তুমি গানটি রেকর্ডিংয়ের সময় উপস্থিত ছিলেন ট্রান্সক্রিপশন সার্ভিসের পরিচালক মো. আনোয়ার হোসেন মৃধা, আঞ্চলিক পরিচালক রওনক জাহান প্রমুখ।
জানা গেছে, ও বৃষ্টি তুমি গানটির রেকর্ডিং শেষে বেতারে একটি সাক্ষাৎকারও দিয়েছেন রুনা লায়লা। সুরকার সাদেক আলী জানিয়েছেন শিগগিরই গানটি বাংলাদেশ বেতারে প্রচার করা হবে।
মেসেঞ্জার/ফারিয়া