
শেষমেশ নাটকের দৃশ্য। ছবি: সৌজন্য
ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে থাকছে আসন্ন ঈদকে ঘিরে সাতটি ভিন্ন ধাঁচের নাটক । কাজল আরেফিন অমি, ওসমান মিরাজ, জিয়াউল হক পলাশ, মাইদুল রাকিব, আশিকুর রহমান, মাবরুর রশিদ বান্নাহ্ এবং শেখ নাজমুল হুদা ঈমন নির্মাণ করেছেন নাটক ৭টি।
জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি এবারো একটি চমক নিয়ে হাজির হচ্ছেন । তা নাটকের নাম শুনে বোঝা যায় । তিনি নির্মাণ করেছেন নাটক-শেষমেশ । এখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মুনিরা মিঠু, পারসা ইভানা, অনিক, জিল্লুর রহমান, শিমুল, চাষি আলম, সাদিয়া তানজিন, পাভেল, সুমন পাটোয়ারি, ইশরাত জাহিনসহ অনেকে ।
এরপর ওসমান মিরাজ পরিচালনা করেছেন নাটক প্রিয় শত্রু। এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঈদ জামান শাওন, সিনথিয়া ইয়াসমিন, মুনিরা মিঠু, শহিদুল আলম সাচ্চু, শেরতাজ জেবিন, বাশার বাপ্পিসহ অনেকে ।
জিয়াউল হক পলাশ এর পরিচালনায় নতুন নাটক দেখতে পাবেন এবার দর্শকরা । নাটকটি নির্মাণের আগে থেকে আলোচনায় ছিল । তাঁর পরিচালিত নাটকের নাম- সন্ধা ৭ টা । এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পারসা ইভানা, ইরফান সাজ্জাদ, চাষি আলম, বাচ্চু, পাভেল, আরফান মৃধা শিবলু, আব্দুল্লাহ রানা, শামিমা নাজনীন, সাদিয়া তানজিন, বাপ্পি আশরাফ, আজাদসহ অনেকে ।
এদিকে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলের জন্য এবার নির্মাতা মাইদুল রাকিব নতুন এক নাটক নির্মাণ করেছেন । এর নাম - আজাইরা কোটা । বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারিন খান, মারজুক রাসেল, চাষি আলম, সিয়াম নাসির, আলাউদ্দিন লাল, পারভেজ সুমন, সুপ্রিয়সহ অনেকে ।
নির্মাতা আশিকুর রহমান স্মৃতিস্মারক' নামে নতুন এক নাটক এবারের আসন্ন ঈদ উপলক্ষ্যে উপহার দিবেন । নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, তৌসিফ মাহবুব, শিবলী নোমান, রিয়া ঘোষ, ফখরুল বাশার, মিলি বাশার, আয়মন শিমলা, নাজমুস সাকিব, মুনতাসির শাহরিয়ার সহ আরো অনেকে।
অরেক জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ্ নতুন একটি নাটক উপহার দিতে যাচ্ছেন এবার । নাটকের নাম- ভেঁজা চোখের গল্প । এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মাহিমা, জোনায়েদ বোগদাদি, নমিরা আহমেদ, গোলাম কিবরিয়া তানভির, মোমেনা বেগম, শামিম আহমেদ, মারিয়া খানসহ অনেকে ।
এবং শেখ নাজমুল হুদা ঈমন এবার একটি ভিন্ন ধরনের গল্প নিয়ে নাটক নির্মাণ করেছেন । নাটকের নাম- কুড বি আস । এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পারসা ইভানা, সাব্বির অর্নব, শাশ্বত দত্ত ও শাগুফতা আহমেদ যারবিনী। সবগুলো নাটকের প্রযোজক প্রযোজক আকবর হায়দার মুন্না এবং নির্বাহী প্রযোজক খান মোঃ বদরুদ্দিন ।
ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দর্শক এ নাটকগুলো দেখতে পাবেন ।
মেসেঞ্জার/মুমু