ঢাকা,  রোববার
১৩ অক্টোবর ২০২৪

The Daily Messenger

৫ মিলিয়নে নাটক ‘সন্ধ্যা ৭ টা’

কামরুজ্জামান মিলু

প্রকাশিত: ১৭:২২, ২২ এপ্রিল ২০২৪

৫ মিলিয়নে নাটক ‘সন্ধ্যা ৭ টা’

ছবি: সৌজন্য

অভিনেতা নির্মাতা জিয়াউল হক পলাশ এবারের ঈদে নির্মাণ করেন নাটকসন্ধ্যা টা এরইমধ্যে নাটকটি মিলিয়ন ভিউ হয়েছে। জনপ্রিয়তার ট্রেন্ডে রয়েছে নাটকটি নাটকের জনপ্রিয় মুখ ইরফান সাজ্জাদ পারসা ইভানা অভিনীত এক করুণ প্রেমের গল্প আছে নাটকের কাহিনীতে। যা অন্য দশটা প্রেমের গল্প থেকে সত্যিই ভিন্ন।

গ্রাম মহল্লার ছেলে আজাদ। সরাদিন শান্তশিষ্ট হয়ে চলেন। কিন্তু সন্ধ্যা সাতটার পর শুরু হয় যত কর্মকাণ্ড এবং শেষ পর্যন্ত তিনি ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন। এটি নিয়েই নাটকের গল্প। নাটকে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন পাভেল, শিবলু, বাচ্চু , সাদিয়া, রানা, বাপ্পী আশরাফসহ অনেকে।

নাটকটি ঈদে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে প্রচার হয়। নাটকের প্রযোজক আকবর হায়দার মুন্না এবং নির্বাহী প্রযোজক খান মোঃ বদরুদ্দিন।

মেসেঞ্জার/হাওলাদার