ঢাকা,  মঙ্গলবার
১৭ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

বাংলাদেশের জন্য গান গাইলো রক ব্যান্ড শিরোনামহীন

মেসেঞ্জার বিনোদন

প্রকাশিত: ১১:৪৭, ৭ আগস্ট ২০২৪

আপডেট: ১১:৫০, ৭ আগস্ট ২০২৪

বাংলাদেশের জন্য গান গাইলো রক ব্যান্ড শিরোনামহীন

ছবি : সংগৃহীত

নতুন বাংলাদেশের জন্য গান প্রকাশ করল দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। মঙ্গলবার (৭ আগস্ট) রাতে শিরোনামহীনের ফেসবুক পেজ থেকে ‘কেনো’ শিরোনামে গানটি প্রকাশ করা হয়। ইতোমধ্যে ২ মিনিট ৫১ সেকেন্ডের এই গানটি ভক্তদের মন ছুঁয়েছে। গানটি শোনা যাচ্ছে স্পটফাই, ইউটিউবেও।

জিয়াউর রহমানের কথায় কাজী আহমেদ শাফিনের সুরে গানটির প্রথম চার লাইন—‘আজ এই শহরের পাখিরা সারা রাত অযথাই অন্ধের মতো উড়ছে কেন? কড়া রোদে পুড়ে ছাই হয়ে আকাশের গায়ে লাল সূর্যটা তবু জ্বলছে কেন?’ 

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের সাথে সংহতি জানিয়ে আসছে শিরোনামহীন। শিল্পীরা সশরীরে উপস্থিত হয়ে আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন।

শনিবার (৭ আগস্ট) রবীন্দ্র সরোবরে ‘গেট আপ, স্ট্যান্ড আপ’ এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন ব্যান্ডের শিল্পীরা। এক ফেসবুক পোস্টে তখন শিরোনামহীন উল্লেখ করে, ‘চলে এসেছি শহীদ মিনারে। এত লক্ষ মানুষ কখনো দেখিনি এখানে। শিক্ষার্থীদের গায়ে যেন আর একটা গুলি না চলে।’

মেসেঞ্জার/আজিজ

×
Nagad