ঢাকা,  শুক্রবার
২৯ মার্চ ২০২৪

The Daily Messenger

শিরোনাম:

* রাজধানীতে পারিবারিক কলহের জেরে রিকশাচালকের আত্মহত্যা * সর্বকালের সর্বোচ্চ দামে বিশ্ববাজারে রেকর্ড গড়লো স্বর্ণ * একনেকে ৮৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন * আইসিসির এলিট প্যানেলে সৈকত * জিম্মি নাবিকদের উদ্ধারে সরকার অনেক দূর এগিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী * আরও কমলো দেশের রিজার্ভ * মাধ্যমিকে কমেছে ১০ লাখ শিক্ষার্থী * খালেদা জিয়া কিছুটা ভালো, এখন বাসাতেই থাকবেন : মেডিকেল বোর্ড * ঈদযাত্রায় ট্রেনের পঞ্চম দিনের টিকিট বিক্রি শুরু * গাজায় নিহত আরও ৭৬, প্রাণহানি বেড়ে প্রায় ৩২৫০০ * বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র : মিলার * নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

১ লাখ ১০ হাজার কর্মী নেবে দক্ষিণ কোরিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৪৫, ৩১ অক্টোবর ২০২২

১ লাখ ১০ হাজার কর্মী নেবে দক্ষিণ কোরিয়া

ফাইল ছবি।

দক্ষিণ কোরিয়া ২০২৩ সালে রেকর্ডসংখ্যক ভিসা বৃদ্ধি করবে। শ্রমিক ঘাটতি রোধে ছোট এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠানকে সহায়তা করার জন্য এমন পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে নতুন ১ লাখ ১০ হাজার কর্মী নেবে দেশটি।নতুন ১ লাখ ১০ হাজার ভিসার মধ্যে ৭৫ হাজার উৎপাদন শিল্পে, ১৪ হাজার কৃষি ও পশুসম্পদ শিল্পে, ৭ হাজার মৎস্য শিল্পে, ৩ হাজার নির্মাণ শিল্পে, ১ হাজার সেবামূলক কাজে এবং বাকি ১ হাজার চাহিদার ভিত্তিতে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অফিসে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক জরুরি মিটিংয়ে দেশটির শ্রমমন্ত্রী জানান, সরকার আগামী বছর ১ লাখ ১০ হাজার ই-৯ ভিসা ইস্যু করবে। ই-৯ ভিসা ছোট এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠানের জন্য নিয়োগ দেওয়া হবে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সভাপতিত্বে জরুরি বৈঠকে দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য শ্রম, অর্থ ও বাণিজ্যমন্ত্রী নীতিগুলো প্রস্তাব করেন।

তিনি আরও বলেন, ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান মারাত্মক শ্রমিক সংকটে ভুগছে। চলতি বছরে ৭০ হাজার বিদেশি শ্রমিক কোরিয়ায় প্রবেশ করেছেন। আগামী বছর তা ১ লাখ ১০ হাজার করা হবে, এতে ওয়ার্ক পারমিট চালু করার পর এক বছরে সর্বোচ্চ শ্রমিক নিয়োগ হবে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০১৯ সালে ই-৯ ভিসাধারী বিদেশি কর্মীর সংখ্যা ছিল ২ লাখ ৭৭ হাজার জন। কিন্তু কোভিডের কারণে গত বছরের ডিসেম্বরে কর্মী সংখ্যা হ্রাস পেয়ে ২ লাখ ১৮ হাজারে নেমে আসে।

ডেইলি মেসেঞ্জার/এএইচএস

dwl
×
Nagad