ঢাকা,  মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪

The Daily Messenger

অনুমতি ছাড়া হজ করলে দিতে হবে জরিমানা

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:২৫, ৭ জুন ২০২৪

আপডেট: ১৭:২৭, ৭ জুন ২০২৪

অনুমতি ছাড়া হজ করলে দিতে হবে জরিমানা

ছবি : সংগৃহীত

সৌদি আরবের কোনো প্রবাসী অনুমতি ছাড়াই হজ পালন করলে তাদের জরিমানার পর দেশে ফেরত পাঠাবে সৌদি আরব। সে সঙ্গে, সৌদি আরবে পুনরায় প্রবেশেও বাধা দেওয়া হবে। সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ঘোষণাটি দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও বলা হয়েছে যে, সৌদি নাগরিক, প্রবাসী বা দর্শনার্থী যেই হোক না কেন- হজের বিধান ভঙ্গ করা ব্যক্তিকে ১০ হাজার রিয়াল জরিমানাও করা হবে। প্রবাসীদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং নির্দিষ্ট সময়ের জন্য তারা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

সৌদির পাবলিক সিকিউরিটি জোর দিয়ে বলেছে, একই অপরাধ বারবার করা ব্যক্তিদের জন্য জরিমানার অঙ্ক দ্বিগুণ করা হবে। সংস্থাটি হজ প্রবিধানগুলো মেনে চলার গুরুত্বের ওপর জোর দেওয়ার পাশাপাশি হাজিদের নিরাপদে, আরামদায়ক এবং শান্তিপূর্ণভাবে পবিত্র হজ পালন নিশ্চিত করার জন্য নির্দেশ মেনে চলার ওপরও জোর দিয়েছে।

কোনো নিয়ম ভঙ্গের ঘটনা কর্তৃপক্ষকে জানাতে সৌদি মন্ত্রণালয় নাগরিকদের মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলের জন্য টোল-ফ্রি নম্বর ৯১১ এবং অন্যান্য অঞ্চলের জন্য ৯৯৯-এ যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১৬ জুন। আর আগামী ১৪ জুন থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা।

মেসেঞ্জার/আজিজ