ঢাকা,  রোববার
১৩ অক্টোবর ২০২৪

The Daily Messenger

গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে জামায়াতের আর্থিক অনুদান

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৩, ২৪ আগস্ট ২০২৪

গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে জামায়াতের আর্থিক অনুদান

ছবি : মেসেঞ্জার

ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চার শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা।

শনিবার (২৪ আগস্ট) সকালে সদর উপজেলার ডিঙিডাঙী ভাউলারহাট মোড় এলাকায় চার শহীদের পরিবারের মাঝে এক লাখ টাকা করে প্রদান করা হয়।

জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকীমের সভাপতির আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল দেলাওয়ার হোসেন সাঈদী। এ সময় জেলা জামায়াতের নায়েবি আমীর অধ্যাপক বেলাল উদ্দীন আহমেদ,সেক্রেটারি আলমগীর হোসেন,সহকারী সেক্রেটারি কফিল উদ্দীন আহমেদ,শিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক জাকির হোসেনসহ অন্যন্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আন্দোলন নিহতদের পরিবারের পাশে থাকা ও আহতদের চিকিৎসা খরচসহ সাথে থাকার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা। 

উল্লেখ্য যে,ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগষ্ট আন্দোলন পরবর্তী সহিংসতায় আবু রায়হান, আল মামুন,আবু শাওন ও রকিবুল হাসান রকি শহীদ হন।

মেসেঞ্জার/আরিফ/দিশা