ছবি : মেসেঞ্জার
সিডনিতে রামিনস ফার্ম (76 B Eastwood road Leppington NSW 2179) তাদের খামারে গত রোববার (২৫ আগস্ট) সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহের আয়োজন করে।
এইদিন ১১ হাজার ডলারের তহবিল সংগৃহীত হয়। পাশাপাশি রামিনস ফার্ম কর্তপক্ষ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী সমপরিমাণ অর্থ দান করায় সর্বসাকুল্যে ২২ হাজার ডলার তহবিল জমা হয়। রামিনস ফার্ম কর্তপক্ষ নুন্যতম ৩০ হাজার ডলার তহবিল সংগ্রহের পরিকল্পনা নিয়েছে।
রামিনস ফার্ম কর্তপক্ষ জানান, এই লক্ষমাত্রা অর্জনে এবং যারা গত রোববার আসতে পারেননি তাদের জন্য আগামী রোববার (১ সেপ্টেম্বর) বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের তহবিল সংগ্রহের আয়োজন করবো।
আশা করছি আপনাদের সবার সহযোগিতায় আমরা সিডনির সেরা তহবিল সংগ্রহের মধ্যে অন্যতম হিসেবে জায়গা করে নেবো।
সংগৃহীত তহবিলের সমস্ত অর্থ বাংলাদেশের কয়েকটি বিশ্বস্ত দাতব্য সংস্থার মাধ্যমে সরাসরি বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেয়া এবং পরবর্তীতে তাদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রামিনস ফার্ম কর্তপক্ষ। তাছাড়া সরাসরি তাদের ব্যাংক একাউন্টও তহবিল জমা করা যাবে।
মেসেঞ্জার/নাইম/আপেল