ছবি : মেসেঞ্জার
মালয়েশিয়ায় বাংলাদেশী ১১ দালাল সহ ১৩ জন দালাল কে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন। ১৩ জনের মধ্যে ১১ জন বাংলাদেশী ১ জন ভারতীয় ও ১ জন স্থানীয় নাগরিক যিনি কোম্পানির মালিক ধারণা করা হচ্ছে।
গত ২৮ অগাস্ট কুয়ালালামপুর, মেনজালারা, জালান মেদান টুয়াংকু, জালান টিয়ং নাম এবং জালান চেরাসে দুপুর আড়াইটায় শুরু হয় এ অভিযান। ঘটনা স্থলে থেকে বিভিন্ন দেশের মোট ৫৩০ টি পাসপোর্ট জব্দ করা হয়। এর মধ্যে ৪ শত এর বেশী বাংলাদেশী পাসপোর্ট।
দুই সপ্তাহ ধরে পরিচালিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত সকলের বয়স ৩৩ থেকে ৫৩ বছরের মধ্যে।
এ সময় পাসপোর্ট, নগদ টাকা, ল্যাটপ, ফোটোকপি মেশিন বিভিন্ন জিনিস পত্র বাজেআপ্ত করা হয়।
মেসেঞ্জার/বাপ্পী/আজিজ