ঢাকা,  শুক্রবার
১৯ এপ্রিল ২০২৪

The Daily Messenger

দাঁত দিয়ে ১৫ টনের ট্রাক টেনে বিশ্বরেকর্ড

মেসেজ্ঞার ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪, ২২ মার্চ ২০২২

দাঁত দিয়ে ১৫ টনের ট্রাক টেনে বিশ্বরেকর্ড

২০২১ সালের ১৩ জুন রেকর্ডটি করেন তিনি

মিশরের ইসমাইলিয়াতের বাসিন্দা আশরাফ মাহরুস মোহাম্মদ সুলাইমান সুলিমান। দাঁত দিয়ে ১৫ টনের এক ট্রাক টেনে গিনেস রেকর্ডে নাম উঠিয়েছেন। গত বছর অর্থাৎ ২০২১ সালের ১৩ জুন রেকর্ডটি করেন তিনি।

মিশরে  পেশাদার কুস্তিগীর আশরাফ কাবোঙ্গা নামে পরিচিত। আনুষ্ঠানিকভাবে ১৫ টন ওজনের একটি ট্রাক টেনে দাঁত দিয়ে টানা ভারী গাড়ির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে প্রবেশ করেছেন। এর আগের রেকর্ডটি ছিল মাত্র ১৩ টন গাড়ি টানার।

গিনেসের অফিসিয়াল ওয়েবসাইটও রেকর্ডের বিশদ বিবরণ প্রকাশ করেছিল। মাহরুস ছোটবেলা থেকেই অন্যান্য সমবয়সী বাচ্চাদের চেয়ে একটু বেশি শক্তিশালী ছিলেন। প্রাথমিক বিদ্যালয়ে থাকতেই তিনি প্রথম তার প্রতিভা আবিষ্কার করেন। একদিন মজা করতে গিয়ে দুই সহপাঠীর পা ভেঙ্গে দিয়েছিলেন। তাই তখন থেকে তিনি তার বন্ধুদের সাথে মজা করা বন্ধ করে দেয়।

ডিএম/এসএস

dwl
×
Nagad