ঢাকা,  শুক্রবার
১৯ এপ্রিল ২০২৪

The Daily Messenger

দক্ষিণ আফ্রিকায় নাইটক্লাবে ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩, ২৬ জুন ২০২২

দক্ষিণ আফ্রিকায় নাইটক্লাবে ২০ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত।

দক্ষিণ আফ্রিকায় ইস্টার্ন কেপ প্রদেশের ইস্ট লন্ডনের একটি নাইটক্লাব থেকে ১৭ তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে উদ্ধার করা আরও তিনজন হাসপাতালে মারা গেছেন। 

রোববার ওই অঞ্চলের জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।

প্রাদৈশিক সরকারের নিরাপত্তা বিভাগের প্রধান স্থানীয় একটি টেলিভিশনকে বলেন, এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন হাসপাতালে মারা গেছেন। দুইজনের অবস্থা গুরুতর।   

এর আগে ওই নাইটক্লাব থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

প্রাদৈশিক পুলিশের মুখপাত্র থেমবিনকোসি কিনানা এএফপিকে বলেন, আমরা ইস্ট লন্ডনের একটি সরাইখানায় ১৭ জনের মৃত্যুর খবর পেয়েছিলাম। বিষয়টির তদন্ত চলছে। মৃতদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

ঘটনাস্থলে বিপুল সংখ্যক জরুরি সেবাকর্মী মোতায়েন করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, নিহতদের মরদেহ তাদের স্বজনদের দেখতে দেওয়া হয়নি। 

ডিএম/এমএইচ

dwl
×
Nagad