ঢাকা,  শুক্রবার
২৯ মার্চ ২০২৪

The Daily Messenger

রুশদি ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে, কথাও বলবেন শিগগির!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:২৩, ১৪ আগস্ট ২০২২

আপডেট: ১১:৫৭, ১৪ আগস্ট ২০২২

রুশদি ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে, কথাও বলবেন শিগগির!

সালমান রুশদি, ছবি : সংগৃহীত।

সালমান রুশদির শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে। ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে বুকারজয়ী লেখককে। তিনি কথা বলতে পারবেন বলেও জানিয়েছেন চিকিৎসক। শনিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন তার এজেন্ট অ্যান্ড্রিউ উইলি।

অ্যান্ড্রিউ উইলি জানিয়েছেন, ভেন্টিলেশন সাপোর্ট রুশদির আর দরকার হচ্ছে না, তিনি কথাও বলতে পারবেন খুব শিগগিরই। তবে এর চেয়ে বেশি আর কোনো তথ্য পাওয়া যায়নি।এদিকে রুশদির উপর হামলাকারী হাদি মাতার নামে ২৪ বছরের যুবক এখন জেলে। তাকে মার্কিন আদালতে তোলা হয়েছিল, সেখানে সে জামিন পায়নি।

তবে তার আইনজীবী আদালতে জানিয়েছেন, সে দোষী নয়।নিউইয়র্কে একটি মঞ্চে বক্তৃতা দিতে উঠেছিলেন সালমান রুশদি। তিনি বলতে শুরু করার আগেই মঞ্চে ওঠে এক যুবক। কিছুক্ষণের মধ্যে ঝাঁপিয়ে পড়ে প্রবীণ লেখকের উপর। তার সারা শরীরে ছুরির কোপ মারে ওই যুবক।

অন্তত ১০ থেকে ১৫ বার কোপানো হয় রুশদিকে। এর পর হাসপাতালে নিয়ে গেলে ভেন্টিলেটরে রাখতে হয় বুকারজয়ী লেখককে। শোনা যাচ্ছে, তিনি সুস্থ হয়ে উঠলেও একটি চোখ হারাতে পারেন, নষ্ট হতে পারে লিভারও।

ডেইলি মেসেঞ্জার /এএইচএস

dwl
×
Nagad