ঢাকা,  শুক্রবার
২৬ এপ্রিল ২০২৪

The Daily Messenger

সাংহাই কোঅপারেশন নিয়ে যে পরিকল্পনার কথা জানালেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৬, ১৮ সেপ্টেম্বর ২০২২

সাংহাই কোঅপারেশন নিয়ে যে পরিকল্পনার কথা জানালেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, তার লক্ষ্য হচ্ছে ন্যাটোভুক্ত দেশগুলোকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্য করা। যুক্তরাষ্ট্রের উদ্দেশে সফরের আগে উজবেকিস্তানে এসসিও সামিটে শেষে সংবাদকর্মীদের দেওয়া বক্তব্যে এরদোগান এ কথা বলেন। তুরস্ক, দেশটির টেলিভিশন চ্যানেল এনটিভি ও অন্যান্য সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এরদোগান বলেন, এই উদ্যোগের (সামিটের) মাধ্যমে অন্য দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্কে  আরও ভিন্ন মাত্রা পাবে। এ সময় প্রেসিডেন্ট এরদোগানকে জিজ্ঞাসা করা হয়, আপনি কী এসসিওর সদস্যপদের কথা বলছেন, তখন এর উত্তরে তিনি বলেন, অবশ্যই, আমার লক্ষ্যতো এটাই।

বর্তমানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সংলাপ অংশীদার হচ্ছে তুরস্ক। এর অন্য সদস্য দেশগুলো হল- চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরান, কিরগিজস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান ও উজবেকিস্তান।

ডেইলি মেসেঞ্জার/এমএএস

dwl
×
Nagad